You dont have javascript enabled! Please enable it!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্মিত ম্যুরাল ‘স্বাধীনতা’ (জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সদর)

স্বাধীনতা (জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সদর) মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের স্মরণে ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্মিত ম্যুরাল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা একাডেমিক ভবনের প্রবেশ দ্বারে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ঘটনাবলি তুলে ধরে একটি ম্যুরাল স্থাপন করা হয়েছে। ‘স্বাধীনতা’ নামে এ ম্যুরালটিতে ৫২-র ভাষা-আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন ও ১০ই জানুয়ারি ১৯৭২ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, যেমন ভাষা শহীদদের প্রতিকৃতি, বঙ্গবন্ধুর ৬ দফাভিত্তিক আন্দোলন, ৬৯-এর আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনে নারীদের ভোটদান, ৭ই মার্চের ভাষণ, অসহযোগ আন্দোলন চলাকালে মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে ডামি রাইফেল হাতে নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ, অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫শে মার্চ রাতে বাঙালিদের ওপর ট্যাংক নিয়ে আক্রমণ ও গণহত্যা, আশ্রয়ের খোঁজে ভারতের উদ্দেশে শরণার্থী দল, সশস্ত্র মুক্তিযোদ্ধাদের অপারেশন, বাংলাদেশ সরকার-এর শপথ গ্রহণ অনুষ্ঠান (১৭ই এপ্রিল), মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের প্রাক্কালে বধ্যভূমিতে নৃশংসভাবে বুদ্ধিজীবীদের হত্যা, ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সেনাসদস্যদের মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ, জাতীয় ৪ নেতার প্রতিকৃতি, পাকিস্তানি কারাগারে মুক্তিযুদ্ধের ৯ মাস বন্দি থাকার পর ১০ই জানুয়ারি ১৯৭২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর মুক্তিযোদ্ধাদের পতাকা হাতে বিজয়োল্লাস, ৭ জন বীরশ্রেষ্ঠের প্রতিকৃতি, সর্বোর্ধ্বে স্বাধীনতার প্রতীক হিসেবে জাতির পিতার প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধের ছবি ইত্যাদি ম্যুরাল চিত্রে তুলে ধরা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ-এর পরিকল্পনা ও স্ক্রিপ্ট অনুযায়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী হামিদুজ্জামান খানের নকশায় তিনিসহ তাঁর সহশিল্পীরা এটি নির্মাণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে এর উদ্বোধন করেন। উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৪ সাল থেকে সকল শাখার শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ পাঠ আবশ্যক করেছে। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!