You dont have javascript enabled! Please enable it!

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ সৌধ ‘হিরন্ময়’ (ব্রাহ্মণবাড়িয়া সদর)

সৌধ হিরন্ময় (ব্রাহ্মণবাড়িয়া সদর) ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পাশে কাউতলীর মোড়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতিসৌধ। ১৯৯৭-৯৮ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এ প্রকল্প হাতে নেয়। প্রকল্পের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা পরিষদ সচিব খন্দকার মোহাম্মদ আলী। ১৯৯৬ সালের ২৪শে নভেম্বর স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এ কে এম ওয়াহেদুল ইসলাম। ১৯৯৯ সালের ১৫ই মে এর ফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুর রহমান।
স্মৃতিসৌধটিতে একটি অর্ধফুটন্ত পদ্ম স্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স রানা কনস্ট্রাকশন এর নির্মাতা স্মৃতিসৌধটি কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস মোড়ে (শহরের প্রবেশপথে) অবস্থিত। [জয়দুল হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!