You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে সুইডেন নিবাসী পাকিস্তানি আইনজ্ঞ ও কবি সৈয়দ আসিফ শাহকার

সৈয়দ আসিফ শাহকার (১৯৪৮) সুইডেন নিবাসী পাকিস্তানি আইনজ্ঞ ও কবি। তিনি ১৯৪৮ সালের ১৫ই এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিয়াল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাবের হরপ্পা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, লাহোরের সরকারি এম এ ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, লাহোরের গভর্নমেন্ট ইসলামিয়া কলেজ থেকে স্নাতক এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পাকিস্তান টেলিভিশন করপোরেশনে প্রযোজক হিসেবে যোগদান করেন। ১৯৬৬ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের পক্ষে থাকায় পাকিস্তান সরকার তাঁকে বন্দি করে জেলে পাঠায় এবং নিপীড়ন করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭৭ সালে তিনি পাকিস্তান ছেড়ে সুইডেনে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এবং স্টকহোমে শিক্ষা বিভাগে চাকরিতে যোগ দেন। তিনি সুইডিশ হাইকোর্টে বিচারক (Lay Judge) হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি কলাম লেখেন। এছাড়া তিনি পাঞ্জাবি ভাষার পত্রিকায় (অজিত ইন্ডিয়া, পাঞ্জাবি ট্রিবিউন, পাঞ্জাব টাইমস ইত্যাদি) লেখালেখি করেন। তিনি বহু বছর ধরে পাঞ্জাবি ভাষায় কবিতা লিখছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পাকিস্তানের পাঞ্জাব ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে তিনি গোপনে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। তিনি গণহত্যার বিরুদ্ধে কবিতা রচনা করেন। এর ফলে তিনি পুলিশি নির্যাতনের শিকার হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন। পাকিস্তান সরকার তাঁকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করে। পাকিস্তানে অবস্থান ও পাকিস্তানি হয়েও তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে সংঘটিত নৃশংসতার জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমাপ্রার্থনার তিনি দৃঢ় সমর্থক। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ই ডিসেম্বর ২০১২ সৈয়দ আসিফ শাহকার-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!