You dont have javascript enabled! Please enable it! 1971.06.11 | সেগুন বাগান যুদ্ধ (মুজিবনগর, মেহেরপুর) - সংগ্রামের নোটবুক

সেগুন বাগান যুদ্ধ (মুজিবনগর, মেহেরপুর)

সেগুন বাগান যুদ্ধ (মুজিবনগর, মেহেরপুর) সংঘটিত হয় ১১ই জুন। এতে ২ জন পাকসেনা নিহত হয়। মুজিবনগর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিমি উত্তর- পূর্বদিকে কার্পাসডাঙ্গা সড়কের বল্লভপুরে সেগুন বাগানের অবস্থান। পাকবাহিনী তাদের নাটুদা ক্যাম্প থেকে রতনপুর-বাগোয়ান-বল্লভপুর রাস্তায় চলাচল করত। হৃদয়পুর ক্যাম্পের মুক্তিযোদ্ধারা তাদের চলাচল প্রতিহত করার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন সেগুন বাগানের মধ্যে পাকসেনাদের উপস্থিতি ও ঘোরাঘুরি দেখে একজন কৃষক এসে মুজিবনগর এলাকায় টহলরত মুক্তিযোদ্ধাদের খবর দেন। কমান্ডার সুবেদার আবদুল মতিন পাটোয়ারীর নেতৃত্বে আল আমিন, বরকত, ল্যান্স নায়েক রহমতুল্লাহ খান সোনা, মফিজুল, রবিন প্রমুখ মুক্তিযোদ্ধা ছুটে গিয়ে বাগোয়ান-বল্লভপুর রাস্তার দক্ষিণে সেগুন বাগানের নিকট অবস্থান নেন। হানাদাররা আয়ত্তের মধ্যে এলে তাঁরা আক্রমণ করেন। এ-যুদ্ধে ২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। [মো. জামালউদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড