সেনগ্রাম গণহত্যা (বিরল, দিনাজপুর)
সেনগ্রাম গণহত্যা (বিরল, দিনাজপুর) সংঘটিত হয় মে মাসে। এতে ৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান।
সেনগ্রাম বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের অন্তর্গত। মে মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এ গ্রামে গণহত্যা সংঘটিত করে। ঘটনার দিন বিকেলে হঠাৎ পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনী শংকরপুর ইউনিয়নের নাড়াবাড়ি থেকে সেনগ্রামে আসে এবং ৮ জন নিরীহ গ্রামবাসীকে ধরে একটি ডোবার পাশে লাইনে দাঁড় করিয়ে গুলি করে। এতে ৬ জন নিহত হয়। তাদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সেনগ্রামের প্রিয়জনী রায় (স্বামী প্রভাষ চন্দ্র রায়), হরিশচন্দ্রপুরের উমাকান্ত রায় ওরফে হাগুড়া (পিতা পূর্বকান্ত রায়), গরুরগ্রামের কবিদেব শর্মার পুত্র রজনীকান্ত দেব শৰ্মা (৫৭) ও বিলাস দেব শর্মা (৫২) এবং বিলাস দেব শর্মার পুত্র বুধন দেব শৰ্মা (১৮)। দুজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তারা হলেন- সারদা মণ্ডল ও মকছেদ আলী (৮৫) (পিতা মো. জাকিরউদ্দিন সরকার, বন্ধুগাঁও)। হানাদাররা চলে গেলে মকছেদ আলী এবং আরো কয়েকজন মিলে মৃতদেহগুলো মাটিচাপা দেন। [আজহারুল আজাদ জুয়েল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড