You dont have javascript enabled! Please enable it!

সুলতানপুর ছিটিয়াপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)

সুলতানপুর ছিটিয়াপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এদিন বেলা ২:৩০টার দিকে পাকসেনারা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুরের হিন্দু অধ্যুষিত ছিটিয়াপাড়ায় প্রবেশ করে ৯ জন গ্রামবাসীকে হত্যা করে। নিহতরা হলেন- কামিনী কুমার কবিরাজ (পিতা নবীন চন্দ্র দাস), হীরেন্দ্র লাল দাস (পিতা দশরথ দাস), যামিনী বালা দাস (স্বামী অটল চন্দ্ৰ দাস), কাজল চন্দ্ৰ দাস (পিতা হীরেন্দ্র লাল দাস), কালু দাস (পিতা দুর্যোধন দাস), ডা. যতীন্দ্র লাল চক্রবর্তী (পিতা শরৎ চন্দ্র চক্রবর্তী), ভোলানাথ দাস (পিতা উমাচরণ দাস), পার্শ্বনাথ দাস (পিতা বাণীকান্ত দাস) এবং রসিক চন্দ্ৰ দাস (পিতা রাজচন্দ্র দাস)। [আহমেদ আমিন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!