মুক্তিযোদ্ধাদের স্থানীয় গ্রুপ ‘সুলতান আহমদ কন্ট্রাক্টর গ্রুপ’ (লোহাগাড়া, চট্টগ্রাম)
সুলতান আহমদ কন্ট্রাক্টর গ্রুপ (লোহাগাড়া, চট্টগ্রাম) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের একটি স্থানীয় গ্রুপ। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধের পর লোহাগাড়া উপজেলায় সুলতান আহমদ কন্ট্রাক্টরের নেতৃত্বে এ গ্রুপ গঠিত হয়। এর সদস্য সংখ্যা ছিল ৩০। এ গ্রুপের কমান্ডার ছিলেন সুলতান আহমদ কন্ট্রাক্টর। পটিয়ার ভুল বিট ফরেস্ট অফিসার ও সুলতান আহমদ কন্ট্রাক্টরের শ্যালক মুস্তাফিজুর রহমান ছিলেন ডেপুটি কমান্ডার। সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- আবদুর রহমান, জামাল উদ্দিন, সালেহ চৌধুরী প্রমুখ। চুনতি ইউনিয়নের গণি শিকদারের খামার বাড়ি ছিল এ গ্রুপের প্রধান ঘাঁটি। এছাড়া আরো কয়েকটি ঘাঁটি ছিল। সেসব ঘাঁটি থেকে সুলতান আহমদ কন্ট্রাক্টরের নেতৃত্বে এ গ্রুপের মুক্তিযোদ্ধারা উপজেলায় বেশ কয়েকটি অপারেশন চালান। সেসব অপারেশনের মধ্যে ১০ই সেপ্টেম্বর স্থানীয় শান্তি কমিটির নেতা মোনাফ হাজির বাড়ি অপারেশন, ৭ই সেপ্টেম্বর রাজঘাটা মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন, ১৬ই সেপ্টেম্বর বড়হাতিয়া ইউনিয়ন কাউন্সিল রাজাকার ক্যাম্প অপারেশন প্রভৃতি উল্লেখযোগ্য। সুলতান আহমদ কন্ট্রাক্টর গ্রুপ গঠিত হওয়ার পর একের পর এক অপারেশন পরিচালনা করায় গ্রুপটি পাকিস্তানি বাহিনীর দোসর শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর কাছে আতঙ্কের কারণ হয়ে ওঠে। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড