You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪-২০১২) কথাসাহিত্যিক (কবি ও ঔপন্যাসিক)। ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) মাদারীপুর জেলার আমগ্রামে জন্মগ্রহণ করেন। দেশবিভাগের পূর্বেই সপরিবারে তিনি কোলকাতায় গমন করেন (১৯৩৮)। তিনি কোলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, দমদমা মতিঝিল কলেজ ও সিটি কলেজে পড়াশোনা করেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি অর্জন করে (১৯৫৪) সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯৫৩ সাল থেকে তিনি কবিতা পত্রিকা কৃত্তিবাস সম্পাদনা শুরু করেন। সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট। তিনি নীললোহিত, নীল উপাধ্যায় ও সনাতন পাঠক ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি কবিতা, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ কাহিনি, শিশুসাহিত্য বিষয়ক অসংখ্য পুস্তক রচনা করেছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন (১৯৫৮) ও প্রথম উপন্যাস আত্মপ্রকাশ (১৯৬৬)। তাঁর উল্লেখ্যযোগ্য কয়েকটি পুস্তক হলো- হঠাৎ নীরার জন্য, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, প্রথম আলো, সেই সময়, ভানু ও রাণু, মনের মানুষ ইত্যাদি। তিনি সাহিত্য আকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আনন্দ পুরস্কার (১৯৭২, ১৯৮৯), বঙ্কিম পুরস্কার (১৯৮৩), সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৮৫) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেন। ২০১২ সালের ২৩শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক অনেক কবিতা ও গান রচনা করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের পক্ষে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখেন। তাঁর কবিতা ও গানের মাধ্যমে তিনি নির্যাতিত নারীদের অবস্থা ফুটিয়ে তোলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালের ১৫ই ডিসেম্বর তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!