সুজালদীঘি-অর্জুনগাড়ী মোড় যুদ্ধ (আক্কেলপুর, জয়পুরহাট)
সুজালদীঘি-অর্জুনগাড়ী মোড় যুদ্ধ (আক্কেলপুর, জয়পুরহাট) ২রা নভেম্বর সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয় এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
আক্কেলপুর উপজেলার রায়কালী ও তার আশপাশের গ্রামে মুক্তিযোদ্ধাদের শক্ত অবস্থান ছিল। রাজাকারদের মাধ্যমে এ সংবাদ পেয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণের উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী আদমদীঘির দিক থেকে গ্রামীণ রাস্তা ধরে রায়কালীর দিকে এগোতে থাকে। হানাদার বাহিনীর আগমনের সংবাদ মুক্তিযোদ্ধাদের নিকট পৌছে গেলে কমান্ডার নবীবুর রহমান, ফরহাদ হোসেন, আব্দুর রাজ্জাক, খন্দকার দেলোয়ার হোসেন, আজাদ আসাদুজ্জামান এবং তুমিজ উদ্দীনের নেতৃত্বে শতাধিক মুক্তিযোদ্ধা হানাদারদের প্রতিহত করা জন্য রওনা হন। এক পর্যায়ে সুজালদীঘি- অর্জুনগাড়ী মোড়ে উভয় পক্ষের মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। প্ৰায় ২-৩ ঘণ্টাব্যাপী যুদ্ধ চলে। যুদ্ধে ৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। অপরদিকে রায়কালী ইউনিয়নের চিয়ারিগ্রামের ছহিরউদ্দীনের পুত্র মুক্তিযোদ্ধা আইনউদ্দিন শহীদ হন। [রেহানা পারভীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড