You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসক ও সমাজসেবী সুজিত দে - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসক ও সমাজসেবী সুজিত দে

সুজিত দে ভারতের চিকিৎসক ও সমাজসেবী। ১৯৭১ সালে তিনি আগরতলা ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালের (বর্তমান ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল) শিশু চিকিৎসক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ত্রিপুরায় অবস্থিত ‘বাংলাদেশ হাসপাতাল’ চিকিৎসাকেন্দ্রে ডাক্তারদের এনেসথেসিয়া বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। এ হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেয়া হতো। আগরতলার রবীন্দ্র পল্লিতে তাঁর সরকারি বাসভবন ছিল, যেখানে একাধিক সেক্টর অধিনায়ক ও উচ্চপদস্থ বাঙালি সেনা কর্মকর্তা, যেমন মেজর খালেদ মোশাররফ, বীর উত্তম, মেজর কে এম সফিউল্লাহ, বীর উত্তম, ক্যাপ্টেন এ টি এম হায়দার প্রমুখ রণকৌশল এবং যুদ্ধ পরিকল্পনা ও নীতিনির্ধারণের জন্য রাতের বেলা একত্রিত হয়ে আলোচনা করতেন। তাঁর আগরতলার বাড়ি ও কলকাতাস্থ তাঁর মাতার বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক আশ্রয়স্থল। হাসপাতালে আগত শরণার্থী শিশুদের চিকিৎসা করা ছাড়াও বিভিন্ন শরণার্থী শিবির-এ গিয়ে তিনি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করতেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের কাছে অতি প্রিয় একজন মানুষ।
মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালের ১৫ই ডিসেম্বর ডা. সুজিত দে- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড