সুটিয়া যুদ্ধ (জীবননগর, ঝিনাইদহ)
সুটিয়া যুদ্ধ (জীবননগর, ঝিনাইদহ) সংঘটিত হয় ২রা ডিসেম্বর। এতে ৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়। নভেম্বরের শেষদিকে মুক্তিযোদ্ধা ও পাকিস্তানি বাহিনীর মধ্যে যুদ্ধে হানাদারদের পরাজয় ও মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামার শত্রুমুক্ত হওয়ার পর ২রা ডিসেম্বর মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডারের নেতৃত্বে সুটিয়ায় একটি যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা সুটিয়া গ্রামের মধ্য দিয়ে টাঙানো টেলিফোনের তার কেটে দেন। পাকিস্তানি সেনাবাহিনী এ খবর জানতে পেরে সুটিয়া গ্রামের দিকে অগ্রসর হয়। সুটিয়া গ্রামে পূর্বেই ওঁৎ পেতে থাকা মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর গুলিবর্ষণ করেন। পাকিস্তানি বাহিনীও পাল্টা গুলি করে। কিন্তু মুক্তিযোদ্ধারা শত্রুদের ওপর গুলিবর্ষণ করেই পিছু হটে আত্মগোপন করেন। সুটিয়া যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ৩ জন সৈনিক নিহত হয়। [অশোক বিশ্বাস]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড