বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিত্রপরিচালক সুখদেব সিং সান্ধু
সুখদেব সিং সান্ধু (১৯৩৩-১৯৭৯) ভারতের চিত্রপরিচালক, আলোকচিত্রবিষয়ক পরিচালক ও সম্পাদক। তিনি ১৯৩৩ সালের ১লা অক্টোবর উত্তরাখণ্ডের দেরাদুন জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ডন বসকো স্কুলে পড়াশোনা করেন এবং মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫৮ সালে প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ করলেও ষাটের দশকে প্রামাণ্য চিত্র নির্মাণে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন। পরবর্তীকালে তিনি নাম পরিবর্তন করে এস সুখদেব নামেই চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ৬০টির অধিক প্রামাণ্য চিত্র নির্মাণ করেন India 67 (An Indian Day) প্রামাণ্য চিত্রটির জন্য তিনি ১৯৬৮ সালে ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি ১৯৭৫ সালে ২৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের ১লা মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে সুখদেব যুদ্ধ ও গণহত্যার ঘটনাবলি ধারণ করে প্রামাণ্য চিত্র তৈরির কাজ শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন রণাঙ্গন পরিদর্শন করে মুক্তিযোদ্ধা, শরণার্থী ও অত্যাচারিত মানুষজনের সাক্ষাৎকার গ্রহণ করেন, ছবি তোলেন এবং যুদ্ধের ওপর প্রামাণ্য চিত্র তৈরি করতে থাকেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বেগবান হলে চূড়ান্ত বিজয়ের দৃশ্যও ধারণ করেন তিনি। তিনি তাঁর ধারণকৃত দৃশ্যগুলো জনসমক্ষে তুলে ধরেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তাঁর পরিচালিত ৭২ মিনিট দীর্ঘ প্রামাণ্য চিত্র Nine Months to Freedom: The Story of Bangladesh মুক্তি পায়। তাঁর এই প্রামাণ্য চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক শ্রেষ্ঠ শিল্পকর্মের মধ্যে অন্যতম বলে বিবেচিত। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ সুখদেব সিং সান্ধু-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড