You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রখ্যাত সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রখ্যাত সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত

সুখরঞ্জন সেনগুপ্ত (১৯৩২-২০১৭) ভারতের প্রখ্যাত সাংবাদিক। তিনি ১৯৩২ সালে অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের পর তিনি কলকাতায়
গমন করেন। তিনি ১৯৫০ সালে কৃষক মজদুর প্রজা পার্টির (যা পরবর্তীকালে সমাজবাদী পার্টি হিসেবে অপর একটি পার্টির সঙ্গে একত্রিত হয়েছিল) মুখপত্র দৈনিক লোকসেবক পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে এ পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি পশ্চিমবঙ্গ কংগ্রেসের মুখপত্র দৈনিক জনসেবক পত্রিকার সঙ্গে যুক্ত হন। তারপর তিনি দৈনিক যুগান্তর, দৈনিক আনন্দবাজার পত্রিকা ও দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কাজ করেন। প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর রচিত পুস্তকসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০০৬ সালে প্রকাশিত Curzon’s Partition of Bengal and Aftermath: History of the Elite Hindu- Muslim Conflicts Over Political Domination Leading to the Second Partition 1947। তিনি ২০১৭ সালের ৯ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদদাতা সুখরঞ্জন সেনগুপ্ত নিয়মিতভাবে যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সাফল্য ও পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার ওপর প্রতিবেদন প্রকাশ করতেন। তিনি ‘স্পটলাইট’ শীর্ষক অল ইন্ডিয়া রেডিও-র গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। এর মাধ্যমে তিনি গণহত্যার বাস্তব চিত্র তুলে ধরতেন। রণাঙ্গনের সংবাদদাতা হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে থেকে যুদ্ধক্ষেত্রের সফলতা ও চূড়ান্ত বিজয়ের সংবাদ সংগ্রহ ও প্রেরণ করতেন, যা মুক্তিবাহিনী- ও মিত্রবাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও মুক্তিযুদ্ধভিত্তিক লেখালেখি তাঁকে বিখ্যাত করেছে। তাঁর প্রতিবেদন বিবিসি-র সংবাদে পর্যন্ত উদ্ধৃত করা হতো। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর সুখরঞ্জন সেনগুপ্ত-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড