You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | সুখিয়া বাজার ব্রিজ অপারেশন (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) - সংগ্রামের নোটবুক

সুখিয়া বাজার ব্রিজ অপারেশন (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ)

সুখিয়া বাজার ব্রিজ অপারেশন (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) পরিচালিত হয় ২০শে সেপ্টেম্বর। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় পাকবাহিনীর যাতায়াত ভীষণভাবে বিঘ্নিত হয়।
পাকবাহিনী কিশোরগঞ্জ-মঠখোলা সড়কের সুখিয়া বাজার ব্রিজের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলায় যাতায়াত করত। তাদের যাতায়াতে বিঘ্ন ঘটানোর জন্য পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা এ ব্রিজটি উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন গ্রুপ কমান্ডার মফিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে ৭-৮ জন মুক্তিযোদ্ধা উচ্চ ক্ষমতাসম্পন্ন – বিস্ফোরক নিয়ে ব্রিজটির কাছে যান এবং বিস্ফোরক লাগিয়ে তাতে অগ্নিসংযোগ করেন। যথাসময়ে প্রচণ্ড বিস্ফোরণের ফলে ব্রিজটি গুঁড়িয়ে যায়। এ দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ছয়জন হলেন: কমান্ডার মফিজ উদ্দিন মাস্টার, সুজিত কুমার (আশুতিয়া), আব্দুল হক (আশুতিয়া), মো. মতিউর রহমান, গোলাম রব্বানী মুক্ত এবং রফিকুল ইসলাম মেনু (করমুলি, কিশোরগঞ্জ)। [আবদুর রব খান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড