You dont have javascript enabled! Please enable it!

সুখিয়া বাজার ব্রিজ অপারেশন (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ)

সুখিয়া বাজার ব্রিজ অপারেশন (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) পরিচালিত হয় ২০শে সেপ্টেম্বর। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় পাকবাহিনীর যাতায়াত ভীষণভাবে বিঘ্নিত হয়।
পাকবাহিনী কিশোরগঞ্জ-মঠখোলা সড়কের সুখিয়া বাজার ব্রিজের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলায় যাতায়াত করত। তাদের যাতায়াতে বিঘ্ন ঘটানোর জন্য পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা এ ব্রিজটি উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন গ্রুপ কমান্ডার মফিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে ৭-৮ জন মুক্তিযোদ্ধা উচ্চ ক্ষমতাসম্পন্ন – বিস্ফোরক নিয়ে ব্রিজটির কাছে যান এবং বিস্ফোরক লাগিয়ে তাতে অগ্নিসংযোগ করেন। যথাসময়ে প্রচণ্ড বিস্ফোরণের ফলে ব্রিজটি গুঁড়িয়ে যায়। এ দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ছয়জন হলেন: কমান্ডার মফিজ উদ্দিন মাস্টার, সুজিত কুমার (আশুতিয়া), আব্দুল হক (আশুতিয়া), মো. মতিউর রহমান, গোলাম রব্বানী মুক্ত এবং রফিকুল ইসলাম মেনু (করমুলি, কিশোরগঞ্জ)। [আবদুর রব খান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!