You dont have javascript enabled! Please enable it!

সুখছড়ি গণহত্যা (লোহাগাড়া, চট্টগ্রাম)

সুখছড়ি গণহত্যা (লোহাগাড়া, চট্টগ্রাম) সংঘটিত হয় ২৬শে এপ্রিল। এতে ৭ জন নিরীহ মানুষ শহীদ হন। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত সুখছড়ি একটি গ্রাম। ঘটনার দিন পাকিস্তানি বাহিনী তাদের স্থানীয় দোসর রাজাকারদের সঙ্গে নিয়ে এ গ্রামে প্রবেশ করে। এরপর তারা কালিবাড়ি ও ব্রাহ্মণবাড়িতে ৭ জন নিরীহ হিন্দু ধর্মাবলম্বীকে গুলি করে হত্যা করে। তাদের ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- হিমাংশু বিমল দাশ, দুলাল দাশ, সোনা দত্ত, উপেন্দ্রলাল দাশ ও পুলিন বিহারী দাশ। পরবর্তীতে এদের লাশ কালিবাড়িসংলগ্ন রাজবাড়িতে সমাহিত করা হয়। [শামসুল আরেফীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!