You dont have javascript enabled! Please enable it!

সিধুলি গণহত্যা (মাদারগঞ্জ, জামালপুর)

সিধুলি গণহত্যা (মাদারগঞ্জ, জামালপুর) সংঘটিত হয় ২৫শে অক্টোবর – আদারভিটা গণহত্যা সংঘটিত হওয়ার দিন। হানাদার পাকিস্তানি সেনারা এদিন দুপুরে আদারভিটা গ্রামের পার্শ্ববর্তী সিধুলি গ্রামের ৬ জন মানুষকে হত্যা করে। স্থানীয় রাজাকাররা তাদের সহায়তা করে। হানাদারদের আক্রমণে যারা সিধুলী গ্রামে প্রাণ হারান, তারা হলেন- কালু মণ্ডল, শমসের আলী (পিতা মুন্সফ আলী), কাজিম উদ্দিন (পিতা গহের মণ্ডল), আলতাফ উদ্দিন (পিতা গহের মণ্ডল), রজব আলী (চরভাটিয়ান) ও মুনসের আলী (পিতা আমানু শেখ)। সেদিন আহত হন আজীম উদ্দিন, বছির মণ্ডল (পিতা জসিম উদ্দিন), শমশের আলী (পিতা উদ্দিন মণ্ডল)। নিহতদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ গ্রামে কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। স্বাধীনতাবিরোধীদের মধ্যে যারা পাকসেনাদের সহায়তা করেছিল, তারা হলো— মমতাজ উদ্দিন (চেয়ারম্যান), আনছার আলী মৌলভী (চরহরিপুর), হাসান আলী মেম্বার (চরহরিপুর) প্রমুখ। [সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!