You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | সিংগুরিয়া যুদ্ধ (ঘাটাইল, টাঙ্গাইল) - সংগ্রামের নোটবুক

সিংগুরিয়া যুদ্ধ (ঘাটাইল, টাঙ্গাইল)

সিংগুরিয়া যুদ্ধ (ঘাটাইল, টাঙ্গাইল) সংঘটিত হয় ৮ই অক্টোবর। এতে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং কয়েকজন রাজাকার বন্দি হয়।
৮ই অক্টোবর কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার খন্দকার হাবিবুর রহমানের নেতৃত্বে ভূঞাপুরের যুদ্ধে জয়লাভের পর উল্লসিত মুক্তিবাহিনী ঘাটাইল থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে ও ভূঞাপুর থেকে ৪-৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিংগুরিয়া-লোকেরপাড়া স্যার আবদুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত রাজাকার ক্যাম্পে আক্রমণ চালায়। ঐ ক্যাম্পে রাজাকারদের সঙ্গে ভূঞাপুর থেকে পালিয়ে আসা কয়েকজন হানাদার সেনাও অবস্থান করছিল সেখানে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। যুদ্ধরত অবস্থায় সকাল ১১টার দিকে খায়েরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস ছালাম পাকবাহিনীর গুলিতে শহীদ হন। যুদ্ধে পাকবাহিনী পালিয়ে গেলেও বেশ কয়েকজন রাজাকারকে মুক্তিযোদ্ধারা আটক করেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা আবদুস ছালামকে তাঁর নিজ বাড়িতে সমাহিত করা হয়। সিংগুরিয়ার যুদ্ধে নেতৃত্ব দেন কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড