You dont have javascript enabled! Please enable it!

সিংহগাঁতী গণহত্যা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ)

সিংহগাঁতী গণহত্যা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ) সংঘটিত হয় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। রাজাকারদের সহায়তায় পাকবাহিনী এ হত্যাকাণ্ড ঘটায়। এতে ১৫ জন গ্রামবাসী শহীদ হন।
উল্লাপাড়া রেলস্টেশন ক্যাম্পের পাকসেনারা প্রায়ই সিংহগাঁতী গ্রামে ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালাত। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে গ্রামের কয়েকজন তরুণ দুজন পাকসেনাকে সিংহগাঁতী গ্রামে নিয়ে গ্রামবাসীর সহায়তায় পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর পাকসেনারা ক্ষুব্ধ হয়ে গ্রামে হামলা চালায় এবং গ্রামের ১৫ জন মানুষকে ধরে নিয়ে বটতলায় গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- বেল্লাল হোসেন, কোরবান আলী সরকার, মোক্তার হোসেন, ভব জয়নাল, আবুল কাশেম, সাহেব আলী, নুর মোহাম্মদ, জেলহক আলী ও সারওয়ার হোসেন। হত্যাকাণ্ডের পর পাকসেনারা রাজাকারদের সঙ্গে নিয়ে পুরো গ্রাম পুড়িয়ে দেয়। [কল্যাণ ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!