সিঙ্গারবিল গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া)
সিঙ্গারবিল গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) সংঘটিত হয় মে মাসের মাঝামাঝি সময়ে। এতে ১৭ জন সাধারণ মানুষ নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্বাঞ্চল বিজয়নগর উপজেলার একটি বাজার সিঙ্গারবিল। পাকহানাদার বাহিনী এ বাজারে হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়। তাদের আক্রমণের ভয়ে এলাকা থেকে বেশকিছু লোক সিঙ্গারবিল এলাকায় আশ্রয় নেয়। পাকবাহিনী সিঙ্গারবিল বাজারে হামলা চালিয়ে তাদের ধরে নিয়ে যায়। এরপর বাজার সংলগ্ন এলাকায় নিয়ে তাদের হত্যা করে। পাকবাহিনী চলে যাওয়ার পর এলাকাবাসী নিহতদের মৃতদেহগুলো উদ্ধার করে বাজার সংলগ্ন মাঠে এক সঙ্গে কবর দেয়। নিহতরা অন্য এলাকার হওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। মাঠের কোন স্থানে তাদের কবর দেয়া হয়েছে সেটিও চিহ্নিত করা যায়নি। [মানিক রতন শর্মা]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড