সালদা ব্রিজ যুদ্ধ (কালিয়াকৈর, গাজীপুর)
সালদা ব্রিজ যুদ্ধ (কালিয়াকৈর, গাজীপুর) সংঘটিত হয় ২৬শে অক্টোবর। এতে পাকবাহিনীর ব্যাপক গোলাবারুদ ধ্বংস হয়। তবে কোনো পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনিI
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত ফুলবাড়ীয়া বাজার থেকে ৫ কিমি উত্তর-পূর্বে সালদা গ্রামের অবস্থান। গ্রামের পূর্ব পাশে খালের ওপর ব্রিটিশ আমলে নির্মিত একটি ছোট লোহার ব্রিজ আছে। ব্রিজের উভয় পাশে খালের ধার ঘেঁষে ঘন সবুজ গজারি বন। ফুলবাড়ীয়া এলাকার লোকজন ব্রিজ হয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকা-ময়মনসিংহ যাতায়াত করত। ফুলবাড়ীয়া রাজাকার ক্যাম্প মুক্তিযোদ্ধাদের অধিকারে চলে আসায় পাকসেনারা ক্যাম্পটি উদ্ধার করার জন্য চেষ্টা চালায়। ২৬শে অক্টোবর বিকেল ৫টার দিকে ৫০-৬০ জন পাকসেনা টঙ্গী টিআইসি থেকে রেলযোগে গাজীপুরের শ্রীপুর হয়ে ফুলবাড়ীয়ার উদ্দেশে রওনা হয়। আফছার উদ্দীন বাহিনীর ব্যাটালিয়ন প্রধান মুক্তিযোদ্ধা মো. আফছার উদ্দীনের নিকট এ সংবাদ পৌঁছালে তিনি ১৫০ জন মুক্তিযোদ্ধা ও বেশকিছু ভারী অস্ত্র নিয়ে রাত ৯টার দিকে ব্রিজের পশ্চিম পাশে এবং গজারি বনে এম্বুশ নেন। রাত ১২টার দিকে পাকসেনাদের দলটি সিমলাপাড়া হয়ে খালের নিকট পৌঁছলে মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ করেন। অন্ধকার রাতে উভয় পক্ষে গোলাগুলি চলতে থাকে। ভোর ৭টা নাগাদ যুদ্ধ চলে। অতঃপর পাকসেনারা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। যুদ্ধে পাকবাহিনীর ব্যাপক গোলাবারুদ ধ্বংস হয়। মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ অক্ষত থাকেন। [মো. মোয়াজ্জেম হোসেন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড