You dont have javascript enabled! Please enable it!

সারদা ট্রাফিক মোড় প্রতিরোধযুদ্ধ (চারঘাট, রাজশাহী)

সারদা ট্রাফিক মোড় প্রতিরোধযুদ্ধ (চারঘাট, রাজশাহী) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এতে ৫ জন প্রতিরোধযোদ্ধা শহীদ হন, একজন ধরা পড়েন।
ঢাকা থেকে রাজশাহী অভিমুখে আগত পাকিস্তানি সেনারা ১৩ই এপ্রিল ঝলমলিয়া ও বিড়ালদহে প্রতিরোধযোদ্ধাদের হটিয়ে বানেশ্বর বাজার থেকে দুগ্রুপে বিভক্ত হয়ে একটি গ্রুপ রাজশাহী শহর অভিমুখে ও অপর গ্রুপটি সারদা অভিমুখে রওনা দেয়। সারদার দিকে আগমনের উদ্দেশ্য ছিল পুলিশ একাডেমি ও ক্যাডেট কলেজ পুনরুদ্ধার করা। পাকিস্তানি বাহিনীর আগমনের খবর পেয়ে মুক্তিযোদ্ধারা সারদা ট্রাফিক মোড়ে প্রতিরোধ গড়ে তোলেন। প্রতিরোধযোদ্ধাদের নেতৃত্ব দেন সারদা ক্যাডেট কলেজের শিক্ষক আবু বকর সিদ্দিক। প্রতিরোধযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনী কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিরোধযোদ্ধাদের ঘিরে ফেলে। এ অবস্থায় ১০-১৫ মিনিট পাকিস্তানি বাহিনীকে মোকাবেলার পর প্রতিরোধযোদ্ধাদের পিছু হটেন। স্বল্প সময়ের এ প্রতিরোধযুদ্ধে ৫ জন প্রতিরোধযোদ্ধা শহীদ হন, একজন ধরা পড়েন। তাঁকে পাকিস্তানি সৈন্যরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে-খুঁচিয়ে হত্যা করে। শহীদদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন- আবু বকর সিদ্দিক, ইউসুফ ও দিদার। এরপর পাকিস্তানি সেনারা পুলিশ একাডেমিতে প্রবেশ করে। [মো. মাহবুবর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!