You dont have javascript enabled! Please enable it!

সার্ভে ইনস্টিটিউট গণহত্যা (কুমিল্লা আদর্শ সদর)

সার্ভে ইনস্টিটিউট গণহত্যা (কুমিল্লা আদর্শ সদর) সংঘটিত হয় ২৫শে মার্চ। এতে ৩৫০ জন বাঙালি আনসার মুজাহিদ শহীদ হন।
৭১-এ কুমিল্লার রামমালা সড়কস্থ সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে ছিল আনসার-মুজাহিদদের প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মার্চ মাসে প্রায় ৩৫০ জন বাঙালি আনসার-মুজাহিদ প্রশিক্ষণরত ছিলেন। অপারেশন সার্চলাইট-এর অংশ হিসেবে ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ প্রশিক্ষণ ক্যাম্পে নিষ্ঠুর গণহত্যা চালায়। প্রশিক্ষণরত আনসার- মুজাহিদ সদস্যরা এ গণহত্যার শিকার হন। গণহত্যার পর দেড় শতাধিক আনসার-মুজাহিদের লাশ এখানে মাটিচাপা দেয়া হয় এবং বাকিদের লাশ নিয়ে যাওয়া হয় ময়নামতি সেনানিবাসে। দূর-দূরান্তের হওয়ায় শহীদের পরিচয় পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের পর এ গণকবর আবিষ্কৃত হয়। গণকবরটি পড়ে আছে অযত্ন-অবহেলায়। সার্ভে ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদদের স্মরণে একটি ‘স্মৃতিস্তম্ভ’ নির্মিত হয়েছে। [মামুন সিদ্দিকী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!