You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

সাবাস বাংলাদেশ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত একটি ভাস্কর্য। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর মুন্না-বাবু পরিষদের উদ্যোগে ১৯৯১ সালে এটি নির্মিত হয়। ১৯৯২ সালের ১০ই ফেব্রুয়ারি এটি উন্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার একটি চরণে ভাস্কর্যের নামকরণ করা হয় ‘সাবাস বাংলাদেশ’। শিল্পী নিতুন কুণ্ডু ভাস্কর্যটি নির্মাণ করেন। ভাস্কর্যের সামনে ৪০৪০ ফুট একটি চত্বর আছে। চত্বরের ৬ ফুট বেদীর ওপর নির্মিত এ স্মৃতিস্তম্ভে দুজন মুক্তিযোদ্ধার প্রতিকৃতি রয়েছে। তাঁদের একজন অসীম সাহসের প্রতীক। অন্য জনের হাত বিজয়ের উল্লাসে মুষ্টিবদ্ধ। এ ভাস্কর্যে রয়েছে যুদ্ধরত মুক্তিযোদ্ধার বিজয়ের উল্লাস। [মো. মাহবুবর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!