সারথি মিল সংলগ্ন ভৈরব নদীতীর বধ্যভূমি (যশোর সদর)
সারথি মিল সংলগ্ন ভৈরব নদীতীর বধ্যভূমি (যশোর সদর) যশোর সদরে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু লোককে হত্যা করা হয়।
যশোর সদর উপজেলা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সারথি মিল সংলগ্ন ভৈরব নদীতীর বধ্যভূমি অবস্থিত। যশোর উপশহর পেরিয়ে ডিগ্রি কলেজের পাশ দিয়ে উত্তর দিকে গেলে বধ্যভূমিটি পাওয়া যাবে। স্থানীয় লোকেরা প্রতিরাতে এখানে বন্দুকের গুলির শব্দ শুনতে পেত। যশোরে বসবাসরত বিহারিরা পাকিস্তানিদের সঙ্গে মিলে এ হত্যাকাণ্ড ঘটায়। তারা জবাই করে কিংবা গুলি করে বাঙালিদের হত্যা করত। তবে এখানে কতো লোককে হত্যা করা হয়, তার সঠিক সংখ্যা নিরূপণ করার উপায় নেই। [মহসিন হোসাইন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড