You dont have javascript enabled! Please enable it!

সারদা গণহত্যা (চারঘাট, রাজশাহী)

সারদা গণহত্যা (চারঘাট, রাজশাহী) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এতে বেশ কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারায়। পাকিস্তানি বাহিনী ১৩ই এপ্রিল সারদা পৌছে নির্মম গণহত্যা চালায়। তারা সারদা ট্রাফিক মোড়ে প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী ৫ জনকে আটক করে ও তাঁদের নির্মমভাবে হত্যা করে। এরপর পাকিস্তানি সেনারা সারদা পুলিশ একাডেমির উত্তর পাশে চান মিয়া ও ইনসুর আলীসহ কয়েকজনকে হত্যা করে। পাকিস্তানি সেনারা একই দিনে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত অনেক কর্মকর্তা ও কর্মচারীকে হত্যা করে। শহীদদের মধ্যে ১৫ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন- মো. রইস উদ্দিন (কোনস্টেবল নং ১২৮২), আলতাফ হোসেন (ক্যাডেট সাব-ইনসপেক্টর), আব্দুল কুদ্দুস মিয়া (আর্মড সাব-ইনসপেক্টর), হারেস উদ্দিন (মালি), সাস্তরাম (পানিবাহক), মো. চাদমিয়া (হাবিলদার নং ২৮৫), ইসমাইল হোসেন (ডায়েট এসিস্ট্যান্ট), ইসমাইল হোসেন (বয় বিউগলার), ইসমাইল হোসেন (রেশন ক্লার্ক), আজিমউদ্দিন শেখ (মালি), আব্দুর রাজ্জাক (নার্সিং অরডার্লি), আজিজুর রহমান (নার্সিং অরডার্লি), হামেদ আলী (ওজনদারী), আব্দুল ওয়াহাব (মালি) ও গোলাম মোস্তফা (স্টেনোগ্রাফার)। [মো. মাহবুবর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!