সাদিপুরা পোদ্দার বাড়ি যুদ্ধ (কচুয়া, চাঁদপুর)
সাদিপুরা পোদ্দার বাড়ি যুদ্ধ (কচুয়া, চাঁদপুর) সংঘটিত হয় ২১শে নভেম্বর। এ-যুদ্ধে পাকবাহিনী ও রাজাকাররা পিছু হটে। তবে ৩ জন সাধারণ নিহত হয়।
সাদিপুরা গ্রামের পোদ্দার বাড়িতে মুক্তিযোদ্ধারা মাঝে-মধ্যে শেল্টার নিতেন। ঘটনার দিন মুক্তিযোদ্ধারা কেউ বাগানের গাছের নিচে, কেউ বা খড়ের স্তূপের ভেতর বিশ্রাম নিচ্ছিলেন। মুক্তিযোদ্ধাদের এ অবস্থানের কথা স্থানীয় রাজাকাররা জানতে পেরে পাকবাহিনীকে খবর দেয়। পাকবাহিনী ঐদিন খুব ভোরে পোদ্দার বাড়ির দিকে অগ্রসর হয়। একজন মুক্তিযোদ্ধা সেটি দেখতে পান এবং কমান্ডারকে জানান। কমান্ডার সবাইকে পেছনে গিয়ে দুভাগ হয়ে পজিশন নিতে বলেন। তাঁর নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধারা পেছনে এসে অবস্থান নেন। এ-সময় পাকহানাদার বাহিনী পোদ্দার বাড়িতে এলোপাতাড়ি গুলি করলে আবদুর রশীদ সহ ৩ জন সাধারণ মানুষ নিহত হয়। মুক্তিযোদ্ধারা পাল্টা আক্রমণ করলে পাকবাহিনী রাস্তার অপর পাশে অবস্থান নেয়। উভয় পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী তুমুল যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে টিকতে না পেরে পাকবাহিনী ও রাজাকাররা পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে নেতৃত্ব দেন ওয়াহিদুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন ওসমান সহ রহিমানগর, সাদিপুরা ও হাজীগঞ্জের মুক্তিযোদ্ধাগণ। [জহিরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড