You dont have javascript enabled! Please enable it!

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা) ২৫শে সেপ্টেম্বর সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যায় ১০ জন নিরপরাধ মানুষ শহীদ হন। বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের উদাগাজির বাড়িতে ২৪শে সেপ্টেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের একটি দল আশ্রয় নেয়। এ খবর পেয়ে ২৫শে সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল কংশনগর থেকে সাদকপুর উদাগাজীর বাড়ি আক্রমণ করে। দুপক্ষের গোলাগুলি শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদে পিছু হটেন। যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনী উদাগাজির বাড়িতে মুক্তিযোদ্ধাদের খোঁজ নিতে থাকে। তাঁদের কাউকে না পেয়ে ঘর থেকে লোকজনকে উঠানে এনে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এ গণহত্যায় ১০ জন নিরীহ মানুষ শহীদ হন। তাদের মধ্যে ৯ জনের পরিচয় জানা যায়। তারা হলেন- মোশকত আলী (৩৫), সামছুল হক (৩০), তৌহিদ (২০), কালা মিয়া (৪০), ইয়াছিন মিয়া (৬৫), অহিদ মিয়া (৩৫), আফাজউদ্দিন (৫৫), দুলা মিয়া (৫০) ও কবির হোসেন (২৬)। শহীদদের লাশ সন্ধ্যার পর সাদকপুর ও নিকটস্থ কণ্ঠনগর এলাকার কয়েকজন লোক মিলে ২-৩টি গর্ত খুঁড়ে কবর দেয়। শহীদ কবির হোসেনের লাশ আত্মীয়-স্বজনরা চান্দিনায় গ্রামের বাড়িতে নিয়ে সমাহিত করে। একই দিন কোমাল্লা গ্রামের (বর্তমানে দক্ষিণ শ্যামপুর) দেওয়ান আলীকে (পিতা ওমেদ মিয়া) পাকিস্তানি সৈন্যরা গুলি করে হত্যা করে। [তানভীর সালেহীন ইমন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!