You dont have javascript enabled! Please enable it!

সাগরকান্দি ইউনিয়ন গণহত্যা (সুজানগর, পাবনা)

সাগরকান্দি ইউনিয়ন গণহত্যা (সুজানগর, পাবনা) সংঘটিত হয় ২১শে মে। এতে বহু সাধারণ মানুষ হত্যার শিকার হয়।
ঘটনার দিন সকালে পাকিস্তানি হানাদার বাহিনী সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আক্রমণ করে। তারা হত্যা, লুণ্ঠন ও নারীধর্ষণ করে এবং বহু বাড়িঘর জ্বালিয়ে দেয়। সেদিন যারা হত্যার শিকার হন, তাদের মধ্যে ১৮ জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন— শীতল চন্দ্ৰ ঘোষ (ঘোষপাড়া), উমেশ চন্দ্র ঘোষ (ঘোষপাড়া), গঙ্গাচরণ পাল (গোবিন্দপুর), অমর নাথ পাল (গোবিন্দপুর), বৈদ্যনাথ ঘোষ (গোবিন্দপুর), মহেন্দ্র নাথ দত্ত ও তার স্ত্রী (গোবিন্দপুর), সুবল চন্দ্ৰ কুণ্ডু জোতি (কুণ্ডুপাড়া), কার্তিক চন্দ্র সরকার (কণ্ডুপাড়া), কানাই চন্দ্র কুণ্ডু (কণ্ডুপাড়া), সতীশ চন্দ্র কুণ্ডু (কুণ্ডুপাড়া), সন্তোষ কর্মকার (পোদ্দারপাড়া), দৌল দত্ত (পোদ্দারপাড়া), পানু পোদ্দার (পোদ্দারপাড়া), সুরেন্দ্র নাথ কর (পোদ্দারপাড়া), পাগাল কুণ্ডু (গোবিন্দপুর), আব্দুল শেখ (রাজার সিন্দুরী) এবং ইব্রাহিম (হাবাসপুর; ইপিআর)। [মো. জহুরুল ইসলাম বিশু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!