বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবী সলিল ঘোষ
সলিল ঘোষ, পদ্মশ্রী ভারতের সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবী। তিনি ছিলেন মহারাষ্ট্রের অধিবাসী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি মহারাষ্ট্রের বাংলাদেশ সহায়ক সমিতির যুগ্ম-সম্পাদক ছিলেন। তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। বাংলাদেশের শরণার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সেসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অর্থসংগ্রহ করে তা শরণার্থী শিবির-এ প্রেরণ করার বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সংগৃহীত অর্থ থেকে এ সংগঠন একটি ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র ক্রয় করে শরণার্থী শিবিরে প্রেরণের ব্যবস্থা করে। তাঁর সক্রিয় তত্ত্বাবধানে ২৪শে নভেম্বর বোম্বের (বর্তমান মুম্বাই) ব্রাবোর্ন স্টেডিয়ামে ভারতীয় চলচ্চিত্রের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব ও জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে বিশাল কনসার্টের আয়োজন করে অর্থসংগ্রহ করা হয়। সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার কর্তৃক ১৯৭২ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর সলি ঘোষ-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড