You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সংগীত পরিচালক সলিল চৌধুরী

সলিল চৌধুরী (১৯২২-১৯৯৫) ভারতের সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও কাহিনিকার। গুণগ্রাহীদের কাছে সলিল দা নামে পরিচিত সলিল চৌধুরী ১৯২২ সালের ১৯শে নভেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক সংগঠন আইপিটিএ (Indian People’s Theatre Association)-এ যোগদান করে ১৯৬৪ সাল থেকে গণসংগীত রচনা ও তাতে সুর দিতে শুরু করেন। সমসাময়িক বিষয় নিয়ে তাঁর রচিত গানগুলো সাধারণ জনগণের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি বাংলা (৪১টি) ও হিন্দি ছাড়াও ভারতীয় অন্যান্য ভাষার বিশেষ করে মলয়ালম চলচ্চিত্রের
সংগীত পরিচালনা করেন। সংগীত পরিচালক হিসেবে তাঁর প্রথম বাংলা চলচ্চিত্র পরিবর্তন (১৯৪৯) ও শেষ চলচ্চিত্র মহাভারতী (১৯৯৪) আর প্রথম হিন্দি চলচ্চিত্র দো বিঘা জামিন (১৯৫৩) এবং তিনিই এ চলচ্চিত্রের কাহিনিকার। প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কারের আসরে এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে (১৯৫৪)। চলচ্চিত্রটি ৭ম কান চলচ্চিত্র উৎসবেও আন্তর্জাতিক পুরস্কার লাভ করে (১৯৫৪)। মধুমতি চলচ্চিত্রের (হিন্দি) সংগীত পরিচালক হিসেবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন (১৯৫৮)। ১৯৯৫ সালের ৬ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক অনেক গান রচনার মাধ্যমে সলিল চৌধুরী বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে অবদান রাখেন। মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নিয়ে তাঁর রচিত গানগুলো মানুষের বিবেককে জাগ্রত করে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কণ্ঠ শিল্পীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁক ১৫ই ডিসেম্বর ২০১২ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!