সরস্বতীর চর গণহত্যা (তিতাস, কুমিল্লা)
সরস্বতীর চর গণহত্যা (তিতাস, কুমিল্লা) ৩রা নভেম্বর সংঘটিত হয়। এতে ৮ জন গ্রামবাসী নির্মম হত্যার শিকার হন। কুমিল্লা জেলার তিতাস উপজেলায় অবস্থিত সরস্বতীর চর গ্রাম। ৩রা নভেম্বর এ উপজেলার বাতাকান্দিতে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। এ-যুদ্ধে পাকবাহিনী পরাজিত হয়ে ঢাকার দিকে ফেরার পথে সরস্বতীর চর গ্রামে প্রবেশ করে লুটতরাজ শুরু করে। গ্রামবাসী এতে বাধা দিতে গেলে পাকিস্তানি হানাদাররা তাৎক্ষণিক তাদের ৮ জনকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। সরস্বতীর চর গ্রামের শহীদরা হলেন- মফিজ উদ্দিন (পিতা আলী মিয়া), জমশেদ আলী (পিতা হানিফ মিয়া), সামাদ মিয়া (পিতা শাহাব মিয়া), হাজিল মিয়া (পিতা আনছর আলী), ছোবহান মিয়া (পিতা আনছর আলী), আবদুল হাকিম মিয়া (পিতা মনছুর আলী), আবদুল মালেক মিয়া (পিতা মনছুর আলী) এবং জহিরুল হক (পিতা নূর মিয়া)। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড