সরাইগাছি পাকিস্তানি ক্যাম্প অপারেশন (পোরশা, নওগাঁ)
সরাইগাছি পাকিস্তানি ক্যাম্প অপারেশন (পোরশা, নওগাঁ) পরিচালিত হয় অক্টোবর মাসের শেষদিকে। ছাওড় গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ শাহ ও তাঁর দলের আফসার আলী, গোল্লা রহমান, আব্দুল ওহাব, তাইজুল ইসলাম, ইব্রাহীম, মোসলেম উদ্দিন, আবু বক্কার, আব্দুস ছাত্তার, আব্দুর রাজ্জাক-সহ অন্য মুক্তিযোদ্ধারা এ অপারেশনে অংশ নেন। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ক্যাম্পে অবস্থানরত রাজাকাররা পাল্টা আক্রমণ করলে দুপক্ষের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে কয়েকজন রাজাকার মারা যায়। রাজাকারদের ৮- ১০জন মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়।
এ-যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের দলটি পোরশার বিভিন্ন স্থানে পাকসেনাদের ওপর হামলা চালায়। মুক্তিযোদ্ধাদের আক্রমণের ফলে নভেম্বরের মাঝামাঝি সময়ে নিতপুর ও সরাইগাছির অনেক রাজাকার মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। পাকসেনারা পিছু হটে মহাদেবপুর উপজেলার দিকে পালিয়ে যায়। [এম রইচ উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড