You dont have javascript enabled! Please enable it!

সরালিয়া অপারেশন (মোড়েলগঞ্জ, বাগেরহাট)

সরালিয়া অপারেশন (মোড়েলগঞ্জ, বাগেরহাট) সংঘটিত হয় ৭ই নভেম্বর। এতে ৩ জন রাজাকার নিহত হয়। ৬ই নভেম্বর সুন্দরবনস্থ মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কার্যালয়ে এই মর্মে খবর আসে যে, মোড়েলগঞ্জের দক্ষিণে ২ কিমি দূরে ভাইজোড়া চৌদ্দঘর এবং সরালিয়া গ্রামের রাজাকাররা সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার শুরু করেছে। রাজাকারদের এই অত্যাচার প্রতিরোধে এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন মল্লিক ৭-৮ জন সহযোদ্ধা নিয়ে সরালিয়ায় আসেন। তাঁরা রাজাকার কমান্ডার গফফার কাজী, রাজাকার এমদাদুল হক তালুকদার এবং আব্দুর রব শিকদারের বাড়িতে অগ্নিসংযোগ করেন। সঙ্গে-সঙ্গে এ খবর মোড়েলগঞ্জ রাজাকার ক্যাম্পে চলে যায়। মোড়েলগঞ্জে অবস্থিত রাজাকার ও পাকবাহিনী ঐ এলাকায় আসতে পারে ভেবে আমজাদ হোসেন মল্লিক এবং তাঁর সঙ্গীরা ৭ই নভেম্বর ভোর থেকে সরালিয়া গ্রামের রাস্তার পাশে এম্বুশ গ্রহণ করেন। ঐদিন সকালেই পাকবাহিনীকে সঙ্গে নিয়ে রাজাকারদের একটি বিশাল দল ঐ পথ দিয়ে অগ্রসর হয়। তারা এম্বুশের মধ্যে আসতেই মুক্তিযোদ্ধারা ব্রাশ ফায়ার শুরু করেন। এতে ৩ জন রাজাকার নিহত হয়। পরিস্থিতি অনুকূলে নয় ভেবে বাকিরা মোড়েলগঞ্জের দিকে ফিরে যায়। এ-যুদ্ধে কমান্ডার আমজাদ হোসেন মল্লিকের সঙ্গে যে-সকল মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন, তাঁরা হলেন- জেলাফ খান, আব্দুল জলিল শেখ, নাছিরউদ্দিন, সায়েজউদ্দিন মৃধা, সাহেবালী, খলিলুর রহমান, আবু জাফর শেখ, মশিউর রহমান, আব্দুল কাদের শিকদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ। [শেখ মশিউর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!