You dont have javascript enabled! Please enable it!

ভারতের সাবেক সরকারি কর্মচারী ও পাকিস্তানি গোলার আঘাতে শহীদ সন্তোষ মুখার্জী

সন্তোষ মুখার্জী ভারতের সাবেক সরকারি কর্মচারী, সমাজসেবী ও পাকিস্তানি গোলার আঘাতে শহীদ। তিনি ভারতের ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি ত্রিপুরায় আগত বাংলাদেশী শরণার্থীদের শিবিরে পৌঁছানোর ব্যাপারে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করতেন। তিনি নিয়মিত সরকার ও জনগণের কাছ থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করে আগরতলার শরণার্থী শিবির-এ পৌছে দিতেন এবং শরণার্থীদের মাঝে তা বিতরণ করতেন। তাঁর আগরতলার বনমালীপুরের বাড়িতেও তিনি শরণার্থীদের আশ্রয় প্রদান করেন। অক্টোবর মাসে পাকিস্তানি সেনাবাহিনী আগরতলায় শরণার্থী ও মুক্তিবাহিনীর শিবিরে গোলা বর্ষণ শুরু করে। তারা সন্তোষ মুখার্জীর বাড়িটিকে লক্ষ করে গোলা বর্ষণ করলে মর্টারের শেলের আঘাতে তিনি শহীদ হন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও জীবন উৎসর্গ করায় বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালের ২০শে অক্টোবর সন্তোষ মুখার্জী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!