You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অর্থনীতিবিদ সমর রঞ্জন সেন

সমর রঞ্জন সেন (১৯১৬-2008) ভারতের অর্থনীতিবিদ। তিনি ১৯১৬ সালের ২রা জুলাই অবিভক্ত ভারতের (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৩৭ সালে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৯ সালে মাস্টার্স এবং ১৯৪৭ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স থেকে অর্থনীতিতে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৪০-৪৮ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, ১৯৫১-৫৮ পর্যন্ত ভারতের খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের অর্থনীতি ও পরিসংখ্যান বিষয়ক উপদেষ্টা, ১৯৫৯-৬৩ পর্যন্ত যুগ্মসচিব, ১৯৬৩-৬৯ পর্যন্ত ভারতীয় পরিকল্পনা কমিশনের উপদেষ্টা ও সচিব এবং ভারতীয় সেচ কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭০ থেকে ১৯৭৬ পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের (ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রচিত পুস্তকসমূহের মধ্যে Strategy for Agricultural Development, Planning Machinery in India, Politics of Indian Economy ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি ২০০৪ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক সমর রঞ্জন সেন বাংলাদেশের বিদেশী বন্ধুদের কাছ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য যোগাযোগ সামগ্রী ক্রয় এবং তা বাংলাদেশে প্রেরণের বিষয়ে সাহায্য করেন। মুক্তিযুদ্ধকালে বিভিন্ন অভিযানে ঐসব সামগ্রী ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সভা-সমিতিতে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হন। বিশ্বব্যাংকের মাধ্যমে শরণার্থীদের জন্য সাহায্য প্রেরণের বিষয়ে তিনি বিশেষ সহায়ক ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ সমর রঞ্জন সেন-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!