You dont have javascript enabled! Please enable it! 1971.06.15 | শ্রীপুর গণহত্যা (নোয়াখালী সদর) - সংগ্রামের নোটবুক

শ্রীপুর গণহত্যা (নোয়াখালী সদর)

শ্রীপুর গণহত্যা (নোয়াখালী সদর) সংঘটিত হয় ১৫ই জুন। এতে ১২৬ জন নিরীহ গ্রামবাসী হত্যার শিকার হন। নোয়াখালী জেলার সদর উপজেলার একটি গ্রাম শ্রীপুর। সোনাপুর ডাকবাংলো থেকে ৪০০ গজ দূরে রেল লাইনের পূর্ব পাশে গ্রামটি অবস্থিত। ১৫ই জুন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার. আলবদর -আলশামস বাহিনী গ্রামের সাধারণ মানুষের ওপর এক নির্মম গণহত্যা চালায়। মাত্র ২ ঘণ্টায় পাকিস্তানি হানাদার বাহিনী শ্রীপুরে অভিযান চালিয়ে ১২৬ জন সাধারণ মানুষকে হত্যা করে। গণহত্যার পাশাপাশি তারা ৫০০টির মতো ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এ গণহত্যায় নিহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন- আবু তাহের, আবদুল কাদের, আলী আক্কাছ, আবদুল কাইয়ুম, শাখায়েত উল্যা, ইউছুফ, মোয়াজ্জেম হোসেন, মাস্টার সাকায়েত উল্যা, তোতা মিয়া ও আরিফ। শ্রীপুর গণহত্যায় শহীদদের স্মরণে নোয়াখালী পৌরসভার উদ্যোগে আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি অম্লান’। শ্রীপুর গণহত্যার সঙ্গে জড়িত ৩ জন রাজাকারের ফাঁসির রায় হয়েছে। রাজাকার গোলাম কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড