You dont have javascript enabled! Please enable it!

শ্যামনগর থানা চত্বর বধ্যভূমি (শ্যামনগর, সাতক্ষীরা)

শ্যামনগর থানা চত্বর বধ্যভূমি (শ্যামনগর, সাতক্ষীরা) উপজেলা পরিষদ সংলগ্ন আনসার-ভিডিপি অফিস প্রাঙ্গণে অবস্থিত, যা বর্তমানে উপজেলা চত্বর নামে পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় রাজাকার, আলবদর ও পাকবাহিনী এখানে অসংখ্য লোককে হত্যা করে।
শ্যামনগর থানা ভবন ও উপজেলা পরিষদ সংলগ্ন আনসার-ভিডিপি অফিস ভবনে পাকবাহিনীর ক্যাম্প ছিল। তারা এলাকার মুক্তিযুদ্ধের সমর্থক, সাধারণ মানুষ ও নারীদের এ ক্যাম্পে ধরে এনে নির্যাতন চালাত। তাদের অধিকাংশই হত্যার শিকার হয়। দেশ স্বাধীনের পর উপজেলা চত্বর সংলগ্ন এলাকায় তাদের হাড়-গোড়, চুড়ি, শাঁখা, চুলের ক্লিপ, শাড়ি-ব্লাউজ-ছায়ার ছেঁড়া টুকরা ইত্যাদি পাওয়া যায়। [মিজানুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!