বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসক শ্যামাপ্রসাদ মণ্ডল
শ্যামাপ্রসাদ মণ্ডল, পদ্মশ্রী (জন্ম ১৯৪০) ভারতের চিকিৎসক। এস পি মণ্ডল নামে সমধিক পরিচিত শ্যামাপ্রসাদ ১৯৪০ সালের ১৪ই জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি নয়াদিল্লির All India Institute of Medical Sciences থেকে এমবিবিএস, ১৯৭১ সালে অর্থোপেডিক্সে এমএস এবং ১৯৭৪ সালে যুক্তরাজ্যের লিভারপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থোপেডিক্সে এমসিএইচ ডিগ্রি অর্জন করেন। অর্থোপেডিক সার্জন ডা. শ্যামাপ্রসাদ মণ্ডল নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সহ-সভাপতি ও সিনিয়র কনসালট্যান্ট এবং ইন্ডিয়ান অর্থোপেডিক এসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেন। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক ২০১১ সালে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন। তাঁর সম্মানে ইন্ডিয়ান অর্থোপেডিক এসোসিয়েশন কর্তৃক ‘এস পি মণ্ডল গোল্ড মেডেল’ চালু করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে All India Institute of Medical Sciences-এ কর্মরত ডা. শ্যামাপ্রসাদ মণ্ডল নয়াদিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনে বাঙালি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নিপীড়ন ও তাঁদেরকে নজরবন্দি করে রাখার সংবাদ পেয়ে কয়েকজন চিকিৎসকের সহায়তায় তাঁদেরকে গোপনে তাঁর কর্মস্থলে এনে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে সুস্থ করে তোলেন এবং মুক্তিযুদ্ধে যোগদানের জন্য সাহায্য করেন। এসব তথ্য তখনকার সংবাদমাধ্যমে প্রচারিত হলে কূটনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বর্ষীয়ান রাজনীতিবিদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী – তাঁর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন। ডা. শ্যামাপ্রসাদ মণ্ডল নয়াদিল্লিতে বাংলাদেশীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন। তাছাড়াও তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে সেখানে চিকিৎসারত শরণার্থী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ ডা. শ্যামাপ্রসাদ মণ্ডল-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১০ম খণ্ড