শেরপুর থানা অপারেশন (বগুড়া)
শেরপুর থানা অপারেশন (বগুড়া) পরিচালত হয় ১৪ই ডিসেম্বর। এ অপারেশনে নেতৃত্ব দেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুল ইসলাম বাচ্চু। অপারেশনের পূর্বে থানা রেকি করার জন্য সপ্তম শ্রেণির ছাত্র নিমাই ঘোষকে (শেরপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও পৌর কাউন্সিলর) দায়িত্ব দেয়া হয়। থানা রেকি করে তিনি কমান্ডারকে জানান থানায় পাকবাহিনীর কোনো সদস্য নেই এবং তাদের স্থানীয় দোসর মমিনুল ইসলাম মমিন ও রাজেক নামে দুজন রাজাকার থানা পাহারা দিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ১৪ই ডিসেম্বর সকাল ৯টায় শেরপুর থানায় অপারেশন চালান। কোনোরূপ প্রতিরোধ ছাড়াই বেশকিছু অস্ত্রশস্ত্রসহ তাঁরা থানা দখল করেন। রাজাকার দুজন আত্মসমর্পণ করলে তাদের ছেড়ে দেয়া হয়। [সেলিনা শিউলী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড