শিশা গণকবর (পোরশা, নওগাঁ)
শিশা গণকবর (পোরশা, নওগাঁ) পোরশা ও পত্নীতলা উপজেলার শেষ সীমানার মধ্যবর্তী মার্টিনন্দর ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত। এপ্রিল মাসে পাকসেনারা ৫ জন নিরীহ মানুষকে হত্যা করে এখানে গণকবর দেয়। যাদের এখানে কবর দেয়া হয়, তারা হলেন- ইমামুদ্দিন (পিতা তছরদ্দিন, গণপতিপুর, শিশাহাট, পোরশা), গস মোহাম্মদ (পিতা আছরদ্দিন, খরপা, শিশাহাট), ছহির মণ্ডল (পিতা আকবর আলী, খরপা, শিশাহাট), বছির আমিন (পিতা ওসমান মোল্লা, খরপা, শিশাহাট) এবং আকরাম দফাদার (পিতা সোখা তুল্লাহ, শরিয়ালা, শিশাহাট)। [এম রইচ উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড