শিবগঞ্জ ওয়াপদা ড্রেন সংলগ্ন বধ্যভূমি ও গণকবর (শিবগঞ্জ, বগুড়া)
শিবগঞ্জ ওয়াপদা ড্রেন সংলগ্ন বধ্যভূমি ও গণকবর (শিবগঞ্জ, বগুড়া) বগুড়া জেলার শিবগঞ্জ থানার পেছনে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু লোককে হত্যা করে কবর দেয়া হয়।
শিবগঞ্জ থানায় পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। এখানে তারা তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে হিন্দু-মুসলমান নির্বিশেষে স্বাধীনতার পক্ষের নিরীহ লোকজনকে ধরে এনে হত্যা করত। হত্যার পর তাদের লাশ কখনো থানার পেছনে ওয়াপদার ড্রেনে ফেলে দিত, আবার কখনো মাটিতে গর্ত করে পুঁতে রাখত। যেহেতু এখানে দূর-দূরান্ত থেকেও মানুষজনকে এনে হত্যা করা হতো, তাই সকলের নাম ও তাদের সংখ্যা জানা যায়নি। আশপাশের এলাকার যারা শহীদ হন, তাদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- বাদল মহন্ত, মতি, কৃপা, ছলে, শংকর সাহা, বাদল দাস, অতুল দাস, বিশ্বনাথ দত্ত (আচলাই) ও আবুল (বনতেগাড়ি)। এ হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনীকে স্থানীয় রাজাকার মোবারক, জহুরুল আলী (পিতা নয়মদ্দিন, লটকু), মহিয়ার রহমান (মহুরি), ওয়াজেদ মিয়া, সুলতান, আহমদ, দলিল দফাদার, আশরাফ দফাদার ও মোখলেছার রহমান (পিতা জয়েনউদ্দিন, পনরটিকা, বিহার) সহযোগিতা করে। [আহম্মেদ শরীফ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড