You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | শিবপুর গণহত্যা (সদর দক্ষিণ, কুমিল্লা) - সংগ্রামের নোটবুক

শিবপুর গণহত্যা (সদর দক্ষিণ, কুমিল্লা)

শিবপুর গণহত্যা (সদর দক্ষিণ, কুমিল্লা) ৮ই এপ্রিল সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ১০ জন গ্রামবাসী শহীদ হন।
৮ই এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারের বিপরীতে অবস্থিত শিবপুর গ্রামের মৈশান বাড়িতে আক্রমণ করে। তাদের একটি দল চাঁদপুর রোডের দিকে এগিয়ে যাচ্ছিল। পথে তারা দুতিয়া দিঘির পাশে প্রতিরোধের শিকার হয়। আরো প্রতিরোধের আশঙ্কায় পাকিস্তানি বাহিনী আশপাশের কয়েকটি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়। তারা শিবপুর গ্রামের প্রবেশমুখে মৈশানবাড়িতে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে। শুরু হয় অমানবিক অত্যাচার-নির্যাতন। তারা পুরো মৈশানবাড়ি জ্বালিয়ে দেয় এবং নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা শুরু করে। ১০ জন নিরপরাধ মানুষ হানাদার বাহিনীর গণহত্যার শিকার হন। তাদের দেয়া আগুনে বাড়ির অধিকাংশ কৃষক পরিবারের গবাদি পশুও পুড়ে ভস্মীভূত হয়। এ গণহত্যায় শহীদদের মধ্যে রয়েছেন- তাহেরা বেগম (৩০), ফজর আলী (৩৫), আলী আশ্রাফ (২৮), তাজুল ইসলাম (৩০), আবদুল হামিদ (২৯), আলী আহম্মদ (২৮), নজরুল ইসলাম (৪৪), জুনাব আলী (৫৫) প্রমুখ। গ্রামের প্রবেশমুখে শহীদ আলী আশ্রাফ ও আলী আহম্মদের কবর রয়েছে। [মামুন সিদ্দিকী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড