শাহবাজপুর ক্যাম্প বধ্যভূমি (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া)
শাহবাজপুর ক্যাম্প বধ্যভূমি (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের ৯ মাসে এখানে কয়েক হাজার সাধারণ মানুষকে হত্যা করা হয়৷
শাহবাজপুর ওয়াপদা রেস্ট হাউজ এলাকায় পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। এখানে মুক্তিযুদ্ধের ৯ মাস নির্মম নির্যাতন ও গণহত্যার ঘটনা ঘটে। ১৬ই জুন লে. জেনারেল নিয়াজি শাহবাজপুর ক্যাম্প পরিদর্শন করে। এরপর থেকেই শাহবাজপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও হত্যার পরিমাণ বেড়ে যায়। শাহবাজপুর সংলগ্ন তিতাস ব্রিজের ওপর দাঁড় করিয়ে বিভিন্ন সময়ে অগণিত মানুষকে হত্যা করা হয়। এখানে যারা হত্যার শিকার হন, তারা দেশের বিভিন্ন এলাকার। সড়কপথে যাতায়াতের সময় বাস ও ট্রাক থামিয়ে তাদের ধরে নিয়ে তিতাস ব্রিজের ওপর দাঁড় করিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হতো। দীর্ঘ প্রায় ৯ মাস ধরে এখানে কয়েক হাজার পথচারী ও বাস-ট্রাকের যাত্রী নিহত হন। তারা দেশের বিভিন্ন এলাকার বলে তাদের পরিচয় পাওয়া যায়নি। [জয়দুল হোসেন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড