You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক শাহাবউদ্দিন - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক শাহাবউদ্দিন

শাহাবউদ্দিন, বীর প্রতীক (১৯৪৯-১৯৭১) শহীদ বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৪৯ সালে ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নেওয়াজ মজুমদার এবং মাতার নাম ছাবেদা খাতুন।
১৯৭১ সালে শাহাবউদ্দিন পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। তাঁর কর্মস্থল ছিল চট্টগ্রাম সেনানিবাস। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সেনানিবাস থেকে পালিয়ে নিজ এলাকায় চলে যান এবং প্রতিরোধযুদ্ধে অংশ নেন। পরবর্তীতে তিনি ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টরে যুদ্ধ করেন। তিনি মুন্সিরহাট, কয়রা- কালিকাপুর, ফুলগাজী, সালধর, চিথালিয়া এবং আরো কয়েকটি স্থানের যুদ্ধে অংশ নেন।
ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের যুদ্ধটি ছিল পাকিস্তানি সেনাদের আক্রমণের বিরুদ্ধে অবস্থানরত মুক্তিবাহিনীর প্রতিরোধযুদ্ধ। ১০ই জুন পাকিস্তানি সৈন্যরা অগ্রসর হতে থাকলে পথে বাদুরা নামক স্থানে একটি সড়ক সেতুর আড়ালে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধারা আকস্মিকভাবে তাদের ওপর গুলিবর্ষণ করে হতভম্ব করে দেয়। কিছুক্ষণ পর তারা প্রতিআক্রমণ শুরু করলে কয়েক ঘণ্টাব্যাপী তীব্র গুলি বিনিময় চলে। মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ প্রতিরোধে পাকিস্তানি সেনারা পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পলায়নের পথে মুক্তিবাহিনীর মাইনের ফাঁদে পড়ে শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়।
কয়রা-কালিকাপুর এলাকায় ৩০শে সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলি বিনিময় কালে হঠাৎ শত্রুর ছোড়া গুলিতে মুক্তিযোদ্ধা শাহাবউদ্দীন শহীদ হন।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন-কে বাংলাদেশ সরকার কর্তৃক ‘বীর প্রতীক’ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়। [এস এম মাহফুজুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড