You dont have javascript enabled! Please enable it!

শায়েস্তাগঞ্জ খোয়াই ব্রিজ ধ্বংস (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)

শায়েস্তাগঞ্জ খোয়াই ব্রিজ ধ্বংস (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) করা হয় ৩রা ডিসেম্বর। এর ফলে ঐ অঞ্চলে পাকসেনাদের তৎপরতা কমে যায়। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তৎপরতা বৃদ্ধি পায়৷
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পুরাণ বাজারে খোয়াই নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ ব্রিজ বিদ্যমান। এ সড়ক পথে পাকসেনারা সিলেট থেকে কুমিল্লা ও ঢাকাসহ দেশের সর্বত্র সড়ক যোগাযোগ রক্ষা করত। তাই এ ব্রিজের গুরুত্ব ছিল অত্যধিক। ডিসেম্বরের শুরুতেই মুক্তিযোদ্ধারা পাকসেনাদের ওপর চরম আঘাত হানতে শুরু করেন। এ অবস্থায় তাদের গতিরোধ করার জন্য মুক্তিযোদ্ধারা এ ব্রিজটি ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করেন। এর ভিত্তিতে ডিসেম্বর মাসের ৩ তারিখ বিমান থেকে বোম্বিং করলে উক্ত ব্রিজের একাংশ বিধ্বস্ত হয়। ফলে কুমিল্লা থেকে সিলেট ও মৌলভীবাজারের সঙ্গে তাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন মৌলভীবাজার ও আখাউড়ায় মুক্তিবাহিনীর সঙ্গে পাকসেনাদের তুমুল যুদ্ধ চলছিল। এ অবস্থায় পাকসেনারা এ অঞ্চলে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ব্রিজটি ধ্বংস করার ফলে তাদের তৎপরতা কমে যাওয়ায় মুক্তিযোদ্ধারা এ অঞ্চলে অনেকটা প্রকাশ্যে অবস্থান করার সাহস পান। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!