You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার অপারেশন (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) - সংগ্রামের নোটবুক

শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার অপারেশন (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)

শায়েস্তাগঞ্জ পুরাণ বাজার অপারেশন (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) পরিচালিত হয় ২৩শে নভেম্বর। এতে একজন পাকসেনা নিহত হয়।
শায়েস্তাগঞ্জে অবস্থিত পাকসেনাদের ক্যাম্প থেকে আশপাশের বিভিন্ন স্থানের শান্তিকামী মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালানো হতো। তাদের অত্যাচারে সেখানকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এ খবর শুনে আনসার কমান্ডার ইউনুস চৌধুরী সেখানে একটি অপারেশনের পরিকল্পনা করেন। সে মোতাবেক নভেম্বর মাসের ২৩ তারিখ তিনি টহলরত পাকসেনাদের ওপর অতর্কিতে হামলা চালান। এ অভিযানে ইউনুস চৌধুরীর সঙ্গে ছিলেন সুবেদার ফিরোজ মিয়া চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. আব্দুল কুদ্দুছ, আব্দুল কাইয়ুম, আবু মিয়া, মো. আবুল হোসেন প্রমুখ। এ অপারেশনে ১ জন পাকসেনা নিহত হয়। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড