শায়েস্তাগঞ্জ পৌর শ্মশানঘাট গণহত্যা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
শায়েস্তাগঞ্জ পৌর শ্মশানঘাট গণহত্যা (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) সংঘটিত হয় মে মাসে। এতে ৬ জন নিরীহ মানুষ নিহত হয়।
শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে দেউন্দি চা বাগানে যাবার একটি রাস্তা রয়েছে। রাস্তাটিকে তৎকালীন সময়ে টালি সড়ক বলা হতো। এর পাশে শ্মশানঘাট নামে ঝোপঝাড়ে আচ্ছাদিত একটি স্থান ছিল। স্থানীয় হিন্দু সম্প্রদায় মাঝে- মধ্যে সেখানে তাদের মৃতদেহ দাহ করত। টালি সড়ক বর্তমানে সানখলা রোড নামে খ্যাত। ঢাকা-সিলেট মহাসড়ক এবং সানখলা রোডের ক্রসিং পয়েন্টের পাশেই শ্মশানঘাটের অবস্থান। বর্তমানে এ স্থানটিকে পৌর মহাশ্মশান ঘাট নামে সংস্কার করা হয়েছে।
ঘটনার দিন শায়েস্তগঞ্জে অবস্থিত ক্যাম্পের পাকসেনারা পার্শ্ববর্তী গ্রাম থেকে ৬ জন লোককে ধরে এনে শ্মশানঘাটের ঝোপে গুলি করে হত্যা করে। হত্যার পর তাদের সেখানেই মাটিচাপা দেয়া হয়। নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড