শায়েস্তাগঞ্জ ব্রিজ গণহত্যা (বাহুবল, হবিগঞ্জ)
শায়েস্তাগঞ্জ ব্রিজ গণহত্যা (বাহুবল, হবিগঞ্জ) সংঘটিত হয় জুন মাসে। এতে ৯ জন সাধারণ মানুষ শহীদ হন। পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা এপ্রিল থেকে ডিসেম্বরের প্রথমার্ধ পর্যন্ত এ উপজেলায় গণহত্যা চালায়। জুন মাসে তারা পশ্চিম রূপশংকর গ্রামের ৯ জন সাধারণ মানুষকে বাড়ি থেকে ধরে এনে শায়েস্তাগঞ্জ ব্রিজে হত্যা করে। নিহতরা হলেন- ক্বারী আব্দুল জাহির (পিতা এরশাদ উল্লা), আইয়ুব আলী (পিতা আশ্বব আলী), সন্জব আলী (পিতা মশ্বব আলী), আব্দুল খালেক (পিতা লিয়াকত আলী), চেরাগ আলী (পিতা রহিম উদ্দিন), তমর উদ্দিন (পিতা আফছর উদ্দিন), ফখর উদ্দিন (পিতা মোস্তাক আহমেদ), শওকত আলী (পিতা বিরাম উদ্দিন) ও আব্দুল মন্নাফ (পিতা মহিব উল্লা)। [মিলন রশিদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড