You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে আইনজীবী ও রাজনীতিবীদ শামসুর রহমান খান শাহজাহান

শামসুর রহমান খান শাহজাহান (১৯৩১-২০১২) আইনজীবী ও রাজনীতিবীদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জোনাল এডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যান এবং ৭২-এর সংবিধানের অন্যতম প্রণেতা। তিনি ১৯৩১ সালে বর্তমান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাগুন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল হালিম খান এবং মাতার নাম খালেদা খানম। তিনি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং করটিয়া সাদ’ত কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। শামসুর রহমান খান শাহজাহান ছাত্রাবস্থায় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৫২ সালে তিনি টাঙ্গাইল মহকুমা ছাত্রলীগ-এর সভাপতি ছিলেন। ১৯৭০ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি এবং ১৯৭২ সালে এর সভাপতি নির্বাচিত হন। ১৯৮৭ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এবং ১৯৭৭- ২০০৩ পর্যন্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি ঘাটাইল-মধুপুর এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএনএ নির্বাচিত হন।
শামসুর রহমান খান শাহজাহান ৭১-এর মহান যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন এর অন্যতম সংগঠক মুক্তিযুদ্ধকালে বৃহত্তর ময়মনসিংহ নিয়ে গঠিত জোনাল এডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান প্রণয়নে গঠিত কমিটির তিনি অন্যতম সদস্য ছিলেন। তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২রা জানুয়ারি ৮১ বৎসর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। [হারুন-অর-রশিদ]
তথ্যসূত্র: ২০১২ সালের ২৫শে জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার কর্তৃক উত্থাপিত শোক প্রস্তাব।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!