You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে অধ্যাপক ও রাজনীতিবিদ শান্তিময় রায়

শান্তিময় রায় (১৯১৪) অধ্যাপক ও রাজনীতিবিদ। তিনি ১৯১৪ সালের ৭ই নভেম্বর পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) জামালপুর জেলার সরিষাবাড়িতে জন্মগ্রহণ করেন। কলেজ জীবনের প্রাক্কালেই তিনি যুগান্তর দলের সঙ্গে জড়িয়ে পড়েন (১৯২৯) এবং যুব নেতাদের সঙ্গে হাজং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সাংগঠনিক তৎপরতায় যোগ দেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় যুব সম্প্রদায়কে দমন করার সরকারি নীতির ফলে তিনি ১৯৩১ সালে ধরা পড়ে দীর্ঘদিন বহরমপুর জেলে বন্দি ছিলেন। জেলে থেকেই তিনি ইন্টারমিডিয়েট ও স্নাতক ডিগ্রি লাভ করেন। মুক্তিলাভের পর তিনি ইতিহাস ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন (১৯৩৬)। তিনি যশোর কলেজে অধ্যাপনা করেন (১৯৪৫- ৪৭) এবং কোলকাতার সিটি কলেজে ইতিহাসের অধ্যাপক হিসেবে যোগ দেন (১৯৪৮-৮৯)। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কলেজেও তিনি ইতিহাস পড়াতেন (১৯৭২-৭৭)। ভারতের অবিভক্ত কমিউনিস্ট পার্টি তে যোগদান করে (১৯৩৬) তিনি আজীবন এ দলের সদস্য ছিলেন। সুলেখক শান্তিময় রায়ের Freedom Movement and Indian Muslims পুস্তকটি জনপ্রিয়তা লাভ করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে শান্তিময় রায় কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতির সদস্য ছিলেন। কোলকাতা বেকার রোডের বিপরীত দিকে স্থাপিত সহায়ক সমিতির প্রশিক্ষণ ও রিক্রুটিং সেন্টারের দায়িত্বে ছিলেন শান্তিময় রায়, সিদ্ধার্থ রায় প্রমুখ। বাংলাদেশের পক্ষে জনমত গঠনে শান্তিময় রায় সমগ্র ভারত সফর করেন। তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয়দান, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও বাংলাদেশের পক্ষে বুদ্ধিজীবীদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে সহায়তা করেন। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তিনি শরণার্থীদের জন্য প্রেরণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক শান্তিময় রায়-কে ১৫ই ডিসেম্বর ২০১২ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!